সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখা থেকে প্রায় ৮ কোটি ১২ লাখ টাকা ঋণ নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস সুমনের বিরুদ্ধে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা করেছেন ব্যাংক কর্তৃপক্ষ।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সাউথ ইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখা থেকে সুমন ২ কোটি ২৩ লাখ টাকা উত্তোলন করেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
ইমরুল কায়েস সুমন বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ঈশ্বরদীর পরিবেশক। এছাড়া করাতকলসহ তার অন্যান্য ব্যবসা রয়েছে।
আগেও বিকাশ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবসা, হাউস লোন, করাতকলসহ বিভিন্ন ব্যবসার নামে তিনি সাউথ ইস্ট ব্যাংক থেকে আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা ঋণ নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাউথ ইস্ট ব্যাংক থেকে নগদ ঋণ (সিসি লোন) ২ কোটি ২৩ লাখ টাকা উত্তোলনের পর তার ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ কোটি ১২ লাখ টাকা।
সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপক মোস্তাক আহমেদ বলেন, ‘গ্রাহকের (সুমন) নিখোঁজ থাকার বিষয়টি জানার পর আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় নিজে বাদী হয়ে মামলা করেছি।’
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ব্যাংকটির শাখা ব্যবস্থাপক থানায় মামলা করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign