পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের ব্যানারে ৬ দফা দাবীতে কর্মবিরতিসহ উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেছেন কর্মকর্তারা।
শনিবার সকালে কর্মবিরতি শুরু করা হয়। দুপুরে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
৬ দফাগুলোর মধ্যে রয়েছে, কর্মকর্তা নিয়োগবিধি (এমপিকিউ) সংশোধন করে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এডহক, মাষ্টাররোলে কর্মরত কর্মকর্তাদের অতিদ্রæত সময়ে স্থায়ীকরণ করতে হবে, কর্মকর্তা নীতিমালা অনুচ্ছেদ ৩ এর ৩.২ ধারা সংশোধন, কর্মচারী-কর্মকর্তাদের ভর্তি পরীক্ষার সম্মানী ৪০ শতাংশ অদ্য অফিস চলাকালীন সময়ে সমাধান, এডহক-এ কর্মরত কর্মকর্তাদের চাকুরি স্থায়ীকরণের দিন হতে সকল প্রকার আর্থিক পাওনা প্রদান করতে হবে ও পেনশনের ক্ষেত্রে এডহক সময় গণনা করতে হবে এবং কর্মকর্তাদের আপগ্রেডেশন জনিত সমস্যা আগামি ৭ কর্মদিবসের মধ্যে সমাধান করতে হবে।
পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, আগামি ২ কর্মদিবসের মধ্যে সকল বিষয়ে (৪ নং ব্যতিত) ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহণ ঘোষণা দেওয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign