ক্লান্ত শরীর হোক বা কনকনে ঠান্ডা, এক কাপ ধোঁয়া ওঠা চা সামনে দেখলেই চনমন করে ওঠে পুরো শরীর। কিন্তু একবার ভাবুন তো এক মহিলার প্রতিদিনের খাদ্য শুধুই চা? শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি।
ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলার বরডিয়া গ্রামের বাসিন্দা ৪৪ বছরের পিল্লি দেবী। তিনি ১১ বছর বয়সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তারপর থেকে ৩৩ বছর ধরে শুধু এক কাপ চা–ই তার প্রতিদিনের খাবার তার। এজন্য পাড়ায় তার নাম ‘চায়েওয়ালি চাচি’।
ভারতীয় গণমাধ্যমকে ইপিল্লি দেবীর বাবা রতিরাম জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়তে একবার জনকপুরে জেলা স্তরের স্কুল প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিলেন তার মেয়ে। বাড়ি ফেরার পরই সব রকম ভারী খাদ্য গ্রহণ, এমনকি জল পান করাও বন্ধ করে শুধু চা পান শুরু করেন। তারা স্বামী, স্ত্রী, এবং তাদের ছেলেরা অনেক চেষ্টা করেও মেয়েকে জল বা ভারী খাবার মুখে ঢোকাতে পারেননি।
তবে প্রথমে দুধ–চায়ের সঙ্গে বিস্কুট এবং পাঁউরুটি খেতেন। ক্রমশ, সেসব বন্ধ হয়ে শুধু লাল চা পান শুরু করেন পিল্লি দেবী। তাও দিনে একবার সূর্যাস্তের পর।
পিল্লি দেবীর ভাই বিহারীলাল রাজভড়ে বলেন, তারা বোনকে নিয়ে অনেক হাসপাতাল, চিকিৎসক এমনকি মনরোগ বিশেষজ্ঞের কাছেও ঘুরেছেন। কিন্তু কেউ পিল্লির এধরনের আচরণের কোনও ঠিক ব্যাখ্যা দিতে পারেননি। তাকে খাবারও খাওয়াতে পারেননি। দিনভর বাড়ির ভিতরেই থাকেন পিল্লি এবং শিবকে স্বামী মেনে তার উপাসনা করেন।
কোরিয়া জেলা হাসপাতালের চিকিৎসকর এস কে গুপ্তার মতে, এধরনের আচরণ সত্যিই অস্বাভাবিক। কারণ, অনেকেই নবরাত্রি বা ওই ধরনের পুজার সময় টানা উপবাস করেন শুধু চা পান করে, কিন্তু তারপর স্বাভাবিক খাওয়া দাওয়া করেন। পিল্লি দেবী কেন কিছু খান না তার কারণ বলতে পারলেন না চিকিৎসক গুপ্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign