কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। ক্রিশ্চিনা ফিলিপস যেন এ কথাটায় আরেকবার প্রমাণ করে দিলেন। তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, আসলে মানুষের অসাধ্য বলতে কিছু নেই।
৮ ফুট দূরত্ব পর্যন্ত এক টানা হাঁটতে পারতেন না ২৪ বছরের মার্কিন নাগরিক ক্রিশ্চিনা ফিলিপস। তখন তার ওজন ছিল ৩২১ কিলোগ্রাম। ভেবেছিলেন হয়তো বাচবেন না। সব কাজের উৎসাহ শেষ হয়ে গিয়েছিল ওজন বাড়তে বাড়তে।
তবে তিনি থেমে থাকেননি। আশাও ছাড়েননি। ওজন কমানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে গেছেন। শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছেন। অস্ত্রোপচার, ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে ২৪৪ কিলোগ্রাম ওজন কমিয়েছেন তিনি। ক্রিশ্চিনার ওজন এখন ৮৫ কিলোগ্রাম (কেজি)। ইনস্টাগ্রাম পেজে তার ফলোয়ারও বেড়েছে প্রচুর।
আমরা পাকিস্তানি গায়ক আদনান সামির কথা সবাই জানি। তিনি ১১ মাসে ১৩০ কিলোগ্রাম ওজন কমিয়ে খবরের শিরোনামে এসেছিলেন। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানীর ছোট ছেলে অনন্ত ১৮ মাসে প্রায় ১০৮ কিলোগ্রাম ওজন কমিয়েছিলেন। সংবাদের শিরোনামে এসেছিলেন তিনিও।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh