পাবনার চাটমোহর উপজেলার প্রতিটি আঞ্চলিক সড়কে শুকানো হচ্ছে হাইব্রীড ঘাসের ডগা (ডাল)। ঘাসের পাতা গো-খাদ্য হিসেবে ব্যবহারের পর ডগা (ডাল) জ্বালানি হিসেবে ব্যবহারে শুকাতে রাস্তায় বিছিয়ে দেন স্থানীয়রা। আর এসব ডাল বিছানোর ফলে সড়ক হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
এতে অতিষ্ঠ যানবাহন চালকরা। উপজেলার প্রতিটি এলাকায় এভাবেই স্থানীয়রা ঘাসের ডগা শুকাতে রাস্তায় ফেলে রাখছেন। রাস্তার ওপর বিছানো পিচ্ছিল ঘাসের ডগা (ডাল) শুকাতে দেওয়ার ফলে খাদা-খন্দগুলো এমনভাবে ঢেকে ফেলেছে এতে আসলে বোঝা যায় না যে, কোথায় খাদা-খন্দ আছে, কত খানি খাদ আছে বা কত গতিতে যেতে হবে।
বিশেষ করে পিচ্ছিল এই ঘাসের ডগার (ডাল) ওপর দিয়ে মোটর সাইকেল চালাতে গিয়ে অনেক মোটর সাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন। কেউ কেউ এতে পঙ্গুত্ব বরণ করছেন। দুর্ভোগের শিকার হচ্ছেন পথচলতি হাজারো মানুষ। এসব বন্ধে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
লেখা ও ছবি-পবিত্র তালুকদার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign