সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সাংসদ এ্যাড. শামসুল হক টুকু বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর। শারদীয় দূর্গাপূজা উদযাপনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নেতাকমীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
টুকু বলেন, একটি মহল দেশের মধ্যে নানামখী অপপ্রচার চালিয়ে অশান্তি পরিবেশের সৃষ্টি করার পাঁয়তার করছে। সকল প্রকার অপপ্রচারের বিরদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরো উন্নয়নে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
সোমবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ হলরুমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুল জলিলের পরিচালনায় আরো বক্তব্য দেন, সাঁথিয়া পৌর মেয়র মিরাজল ইসলাম প্রামানিক, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ।
পরে প্রধান অতিথি ৫৭টি পরিবারের মধ্যে ৯৬ বান্ডিল ঢেউটিন ও ২ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign