নদী মানে বাংলাদেশ। এই নদী আমাদের জীবন-জীবিকা এবং হাজার বছরের সংস্কৃতির সাথে মিশে আছে। এই নদীর অস্তিত্ব না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকেনা। কাজেই সুস্থভাবে বেঁচে থাকার জন্যই আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দেশের সব নদীকে বাঁচাতে হবে। শুধু কথায় নয়, কাজের মধ্য দিয়ে নদী রক্ষার আন্দোলনে সবাইকে ভুমিকা রাখতে হবে।
শনিবার সকালে পাবনার পিসিসিএস রেস্তোঁরা হলরুমে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখা’র উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিশিষ্ট সমাজসেবক এডভোকেট তোসলিম হাসান সুমন।
বাপা পাবনা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক-কলামিষ্ট আব্দুল হামিদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ প্রফেসর শাহানেওয়াজ সালাম, পাবনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক যুগান্তর ও চ্যানেল আই’র ষ্টাফ করেসপন্ডেন্ট আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা জেলা শিশু একাডেমীর সাবেক সংগঠক ও পাবনা সরকারি কলেজের শিক্ষক এনামুল হক খান মজলিশ, বিশিষ্ট লেখক ঔপন্যাসিক সাঈদ হাসান দারা, টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক টগর, কৃষি তথ্য কর্মকর্তা (অব.) এটিএম ফজলুল হক, সিটি কলেজের সহকারি অধ্যাপক শামসুন্নাহার বর্না, জেলা ইপিআই এর সুপারভাইজার রবিউল করিম, যুগান্তর স্বজন সমাবেশ পাবনা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ভাষ্কর চৌধুরী, বাপা’র সদস্য প্রকৌশলী মতিয়ার রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি কাজী আতিয়ুর রহমান বলেন, শুধুমাত্র সুদুরপ্রসারি পরিকল্পণার মাধ্যমে পাবনাকে অনেক সুন্দর করে গড়ে তোলা যায়। তিনি বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ইছামতি নদী সংস্কার করা। এজন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh