আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সাংবাদিক সুবর্ণা নদীকে নৃসংশভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পাবনার সাাঁথিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এ মানববন্ধনে সাঁথিয়ায় কর্মরত সকল সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাঁথিয়া উপজেলা গেটে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা’র সভাপতিত্বে ও সাংবাদিক উজ্জল হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম মোল্লা , সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন সরকার, সাংবাদিক রতন দাস, মানিক মিয়া রানা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারিফ আহাম্মেদ প্রমুখ ।
বক্তাগণ এ নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সাংবাদিক সুবর্ণা নদীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে সাংবাদিক সুবর্ণা নদীকে বাসার সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign