পাবনায় সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যায় গ্রেফতারকৃত আসামী তার সাবেক শ্বশুড় আবুল হোসেনের তিনদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে রবিবার দুপুরে তাকে কোর্ট হাজতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে তাকে আবারো জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি তদন্ত অরবিন্দ সরকার। তবে নতুন করে কোনো রিমান্ড আবেদন জানানো হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীর ৭ দিনের রিমান্ড আবেদন জানানোর পর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন বিচারক।
এদিকে, শনিবার (১ সেপ্টেম্বর ) দুপুরে সুবর্না নদীর ব্যক্তিগত অফিস তল্লাসী করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। সুবর্না নদী পরিবারের স্বজনদের উপস্থিতিতে তারা তল্লাসী চালিয়ে বেশকিছু আলামত জব্দ করেছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা।
ঘটনার পরদিন বুধবার নিহত সাংবাদিকের মা মজির্না বেগম বাদি হয়ে সুবর্না নদীর সাবেক শ্বশুড়-সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ওইদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নদীর সাবেক শ্বশুড় আবুল হোসেনকে গ্রেপ্তার করে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign