বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পাবনা প্রেসক্লাবের সদস্য, চ্যানেল টোয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি, খোঁজখবর ডটনেটের সম্পাদক শাহীন রহমানের পিতা আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বাদ ফজর মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে কোরআন খতম করেন হাফেজ ছাত্ররা।
বাদ যোহর বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া কওমীয়া হাফিজিয়া মাদারাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একইদিন মাদরাসায় অনুষ্ঠিত হয় হাফেজ ছাত্রদের কোরআন হাতে ও কোরআন খতম অনুষ্ঠান এবং বদরী সদস্য সমাবেশ।
এ সময় বক্তব্য রাখেন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন, বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া কওমীয়া হাফিজিয়া মাদারাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো: আলতাফ হোসেন, মাদরাসার শিক্ষক সাইদুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন চাটমোহর উপজেলা কোর্ট মসজিদের ইমাম মাওলানা মো: সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ মার্চ দুপুরে সাংবাদিক শাহীন রহমানের পিতা আব্দুর রাজ্জাক (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh