পাবনার চাটমোহরের তরুণ উদীয়মান সাংবাদিক আব্দুল লতিফ রনজুর ৩৬তম জন্মদিন পালন করা হলো শনিবার।
এদিন রাত সাড়ে ৮টায় চাটমোহর পৌর সদরে অবস্থিত অনাবিল সংবাদ পত্রিকা অফিসে অনাড়ম্বর অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা হয়। জন্মদিন পালনের সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিণত হয় সাংবাদিকদের মিলনমেলায়।
এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, সাপ্তাহিক বাঁশপত্র সম্পাদক ও সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, সাপ্তাহিক অনাবিল সংবাদের সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি ইকবাল কবির রনজু, চ্যানেল টুয়েন্টিফোর এর পাবনা জেলা প্রতিনিধি ও খোঁজখবর ডটনেটের সম্পাদক শাহীন রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি পবিত্র তালুকদার, খোঁজখবর ডটনেটের ব্যবস্থাপনা সম্পাদক রনি রায়, চাটমোহর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, দপ্তর সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, আমার সংবাদের প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল বিশ্বাস, সাংবাদিক তুষার ভট্টাচার্য, মোহাইমিনুল হালিম, চেতনায় চাটমোহরের এডমিন জেমান আসাদ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জোহা, আশা’র ভাঙ্গুড়ার ভেড়ামারা শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে জন্মদিনের কেক কাটেন সাংবাদিক সহ সুধীজনরা। কেক কাটার পর উপস্থিত সবাইকে ঝাল ও মিষ্টি মুখ করানো হয়।
উল্লেখ্য, আব্দুল লতিফ রনজু চাটমোহর প্রেসক্লাবের সদস্য, সাপ্তাহিক অনাবিল সংবাদের নির্বাহী সম্পাদক, দৈনিক দিনকালের চাটমোহর প্রতিনিধি, দৈনিক চলনবিলের বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign