ভারতের প্রবীণ সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক কুলদীপ নায়ার মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
কুলদীপ নায়ার ১৯২৩ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তার বাবা গুরুবাক সিং ছিলেন নামকরা চিকিৎসক। মাতার নাম পূরাণ দেবী।
শৈশবে তিনি গান্ধা সিং হাইস্কুলে লেখাপড়া করেছেন। এরপর মারী কলেজ থেকে বিএ (আনার্স) করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ণ ইউনিভার্সিটির মেডিল স্কুল অব জার্নালিজম থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন।
এছাড়া তিনি আইন বিষয়েও অধ্যয়ন করেছেন। সাংবাদিকতায় কর্মজীবন শুরু করে পরবর্তী সময়ে নিজেকে বহুমাত্রিক পরিচয়ে বিস্তৃত করেছেন কুলদীপ নায়ার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign