পাবনার সাঁথিয়ায় ইট বোঝাই ট্রলির সাথে ঢাকা গ্রামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত হয়েছেন।
শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা সড়কের গাঙ্গুহাটি ক্লাব নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাজিত আলী (৩২) আমিনপুর থানার রূপপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, পাবনা থেকে থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক সাজিতসহ ৩ জন আহত হয়।
ট্রলি চালক সাজিতের অবস্থা আশংকাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, সাঁথিয়া প্রেসক্লাব সম্পাদক আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাঁথিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স জাহাঙ্গীর হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign