পাবনার সাঁথিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষকের পরের ধাপে অর্থাৎ ১১ তম গ্রেডে বেতন প্রাপ্তির দাবিতে মানববন্ধন করেছেন।
সাঁথিয়া উপজেলা পরিষদের গেটের সামনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শিক্ষক নেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, তেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী, জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারি শিক্ষক জসিম, কামরুন্নাহার কনা, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, বকুল খন্দকার, জাকির হোসেন প্রমুখ।
পরে তারা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh