পাবনা সাঁথিয়ায় প্রধান সেচ খাল ও আই-৩ এস-৮ ক্যানালের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রধান সেচ খালের আই-৩ এস-৮ ক্যানালের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
পানি উন্নয়নবোর্ড সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পানি উন্নয় বোর্ডর ক্যানাল ও সাব ক্যানালগুলোর দু’পাশের জায়গা দখল করে স্থানীয় লোকজন অবৈধভাবে বাড়ি ঘর দোকান-পাট গড়ে তুলেছিলেন। তারা এসব দোকান-পাট স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়াও দিয়েছিলেন। অবৈধ দখলদারদেও মধ্যে কিছু প্রভাবশালী মহলও রয়েছেন। মঙ্গলবার জেলা প্রশাসকের নির্দেশে ও পাউবো’র সহযোগিতায় অন্তত প্রায় ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে অংশ নেয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী রাজস্ব কর্মকর্তা জিলহক আলম বলেন, পানি উন্নয়ন বোর্ডের যে সকল জায়গাগুলোতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার সবগুলেকে ভেঙ্গে ফেলা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ সময় সাঁথিয়া থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
এদিকে ক্ষুদ্র ব্যাবসায়ীরা জানান, তাদের এ ব্যাপারে অবহিত করা হয়নি। হঠাৎ উচ্ছেদ অভিযান চালানোতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh