পাবনার সাঁথিয়ায় স্বামীর হাতে নির্যাতিতা শাপলা খাতুনের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ।
গত ১৬ সেপ্টেম্বর শামীম হোসেন তার স্ত্রী শাপলা খাতুন (২৫) কে গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়।
এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর নজরে আসে।
মঙ্গলবার সাঁথিয়া হাসপাতালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক লুইস গমেজ শাপলার চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা করেন।
এছাড়া শাপলার আইনি সহযোগিতার পাশাপাশি পূর্ণবাসন করার বিষয়ে দৃষ্টি রাখবেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসচীর মাঠ সংগঠক দুলালুর রহমানসহ স্থানীয় সুধীজন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলার ধোপাদহ ইউনিয়নের বড় পাইকশা গ্রামের শামসুল হকের মেয়ে শাপলা খাতুনের বিয়ে হয় একই ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাছেদ খানের ছেলে শামীমের সঙ্গে। তাদের ঘরে ৩টি সন্তানও রয়েছে।
উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর সকালে শাপলা তার স্বামীর নিকট কিস্তির টাকা চাইতেই স্বামী রেগে গিয়ে গালিগালাজ করে। এক পর্যায়ে চুলায় ভাত রান্না করার গরম পানি ঢেলে দেয় শাপলার শরীরে। বর্তমানে তিনি সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh