পাবনার শালগাড়িয়া স্কয়ার রোড থেকে চোরাই হোন্ডাসহ বাবা-ছেলেকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার আবুল কাশেমের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও তার ছেলে ইমরান হোসেন (২৮)।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি সাঁথিয়ার বোয়াইলমারী গ্রামের জাহিদুল ইসলাম কুতুবের বাসার গেটের তালা ভেঙ্গে সঙ্গবদ্ধ চোরেরা একটি হোন্ডাসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ প্রথমে সাঁথিয়া উপজেলার ছেচানিয়া গ্রামের আব্দল কুদ্দুসের ছেলে আব্দুল বাতেনকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে শুক্রবার সকালে শালগাড়িয়া স্কয়ার রোড থেকে হোন্ডাসহ বাবা-ছেলেকে আটক করা হয়।
ওসি আরো জানান, বাতেন পেশাদার চোর দলের সক্রিয়া সদস্য।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign