বর্তমান সরকারের উন্নয়ন প্রচারণা ও আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে পাবনার চাটমোহরে মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের জারদিস মোড় থেকে বিশাল মোটর সাইকেল র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক। নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে এ সময় চাটমোহরের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
এ সময় পৌর আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান মোন্নাফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনোয়ার হোসেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বেনজির আহমেদ, আওয়ামীলীগ নেতা মহরম হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, নিজেদের মধ্যে বিভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ জনগণের মাঝে সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign