পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাদিরা ইয়াসমিন জলি।
শনিরবার (০৯ ফেব্রুয়ারি) আওয়ামীলীগের দলীয় মনোয়নবোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।
আওয়ামীলীগের ত্যাগী নেতা নাদিরা ইয়াসমিন জলি ১৯৬৮ সালের ১ জানুয়ারি পাবনা পৌরসভার কৃষ্ণপুর মহল্লায় জন্মগ্রহণ করেন। তিনি দলের জন্য অনেক গুরুত্বপুর্ন ভুমিকা রেখে মহিলা আওয়ামীলীগকে সংগঠিত করেন।
এছাড়া তিনি জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলা শাখার সভানেত্রি, পাবনা পৌরসভার সাবেক কমিশনার।
মনোনয়ন পাবার পর এক প্রতিক্রিয়ায় নাদিরা ইয়াসমিন জলি বলেন, একমাত্র শেখ হাসিনাই পারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করতে। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের আইকন।
তিনি বলেন, দেশের উন্নয়নের মা, স্থিতিশীলতার মা। শেখ হাসিনাকে তাকে পাবনা সিরাজগঞ্জের সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন এ জন্য তিনি তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ বলেও জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign