ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশের মাটি ও মানুষের ভালোবাসায় অভিষিক্ত এক বিশ্ব নন্দিত নেত্রী। বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশকে বাংলাদেশের উন্নয়নের কৌশলসমূহকে রোল মডেল হিসেবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর বাওইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারও জয়যুক্ত করুন। উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে সকলের সহায়তা চান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ১৯৯৬ সালের আগে আটঘরিয়া উপজেলায় যাতায়াতের কোন সুযোগ সুবিধা ছিল না। আটঘরিয়ার প্রতিটি পাড়ায় পাড়ায় পাকা রাস্তা করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আটঘরিয়ার প্রতিটি গন্তব্যে এখন গাড়ি ছুটে যায়। মানুষের জীবন জীবিকা ও মানের অনেক পরিবর্তন ঘটেছে।
মন্ত্রী ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার অনুকূলে ২ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে ও রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম আলী, মাঝপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া, সাকিবুর রহমান শরীফ কনক, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল, আমেরিকা প্রবাসী সরকারের সাবেক অতিরিক্ত সচিব সাব্বির আহমেদ প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign