মাত্রাতিরিক্ত সীসা মিশ্রিত রঙিন দ্রব্যের ব্যবহার শিশু’র বুদ্ধি এবং আচরণগত বিকাশে বাধা সৃষ্টি করে। সীসা একটি ভারী ধাতু যা মানু্ষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
সম্প্রতি সীসার ক্ষতিকর প্রভাব ও সীসামুক্ত রঙের ব্যবহার নিয়ে কলকাতায় একটি সচেতনতামূলক আলোচনাসভার আয়োজন করে পরিবেশ সম্পর্কিত গবেষণা সংস্থা টক্সিক্স লিঙ্ক।
যেখানে চিকিৎসক, পরিবেশবিদ, গবেষক ও বিভিন্ন রঙ প্রস্তুতকারক সংস্থার কর্মকর্তারা ছিলেন।
দেশটির শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুনীতা সাহা বলেন, ‘সীসা–মিশ্রিত রঙ শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করে। ৬০ শতাংশের ক্ষেত্রে দেখেছি ইডিওপ্যাথিক নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারে ভুগতে। সচেতনতাবোধ জরুরি।’
গবেষক সুস্মিতা এক্কা বলেন, ‘শরীরে সীসা ঢুকলে তা চর্বির মধ্যে জমতে থাকে। স্নায়ু ছাড়াও কিডনি, হার্টের, মেটাবলিক সিনড্রোম সমস্যা হয়।’
টক্সিক্স লিঙ্কের অ্যাসোসিয়েট ডিরেক্টর সতীশ সিনহা জানিয়েছেন, ‘বাড়িতে চেয়ার, টেবিল, পানির কল, খেলনা, আঁকার সরঞ্জাম, ফুলের টবসহ আরও একাধিক গৃহসজ্জার ও গৃহস্থের ব্যবহারের জিনিসে সীসার মিশ্রণ থাকে মাত্রাতিরিক্ত পরিমাণে। বড় রঙ প্রস্তুতকারক সংস্থাগুলো মানলেও ছোট সংস্থাগুলো এখনও মানছে না।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign