বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৪ আগষ্ট) অনুষ্ঠিত হবে।
পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা। এর মাধ্যমে এ বছরের মতো সমাপ্তি ঘটবে জমজমাট এই প্রতিযোগিতার।
বেলা সাড়ে ৩টায় ফাইনাল খেলায় পরস্পরের সাথে মোকাবেলা করবে মামা ভাগ্নে ফুটবল একাদশ, পাবনা বনাম শিক্ষার্থী ফুটবল একাদশ, পাবনা ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অতিরিক্ত ডিআইজি ও র্যাব-১৩ রংপুরের অধিনায়ক মোজাম্মেল হক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রহিম, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, সহকারি কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম।
এদিকে, ফাইনাল খেলায় আরো উপস্থিত থাকবেন, চাটমোহরে কৃতি সন্তান জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি। সমাপনী অনুষ্টানে সভাপতিত্ব করবেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুল মান্নান।
মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ও একজন আজীবন সংগ্রামী ভূমিহীন মানুষের প্রাণ প্রিয়, মানুষ গড়ার কারিগর, স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা এর স্মৃতি স্মরণ করে এই টুর্নামেন্ট আয়োজন করে রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি।
রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে চাটমোহর খেলোয়ার কল্যাণ সমিতি। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক চলনবিল ও দৈনিক আমাদের বড়াল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh