পাবনার চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা ও ভূমিহীন নেতা প্রয়াত রানা মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) আয়োজনে পৌর শহরের আফ্রাতপাড়া থেকে একটি শোক র্যালি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নূরে আলম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, শামীম হাসান মিলন, পবিত্র তালুকদার, ভূমিহীন নেতা ওমর আলী, বাহের আলী, হাসান আলী, আবদুল লতিফ ও ভূমিহীন নেত্রী সানোয়ারা বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন ভূমিহীন সংগঠক মো. ইসরাইল আলম।
পরে ভূমিহীন নেতারা চার দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign