পুলিশের রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাবনা জেলা পুলিশ ফুটবল দল।
গত বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গতবারের চ্যাম্পিয়ন জয়পুরহাট জেলা পুলিশ ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে পাবনা জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাসসহ বগুড়া জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
এদিকে জয়পুরহাট জেলা পুলিশ ফুটবল দলকে হারিয়ে পাবনা জেলা পুলিশ ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার বৃহস্পতিবার পাবনা জেলা পুলিশ ফুটবল দলকে অভিনন্দ জানিয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign