যশোরে মশিয়ার রহমান নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মশিয়ার রহমান (৪৭) শংকরপর এলাকার তাকব্বর শেখের ছেলে।
নিহতের ভাইপো রিপন শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে মশিয়ার রহমানের ভাইপো শোভনকে খুঁজতে যায় সন্ত্রাসীরা। এ সময় তাকে না পেয়ে আরেক ভাইপো ইকবাল শেখের মুদির দোকানে ভাংচুর চালায় তারা।
মশিয়ার ঠেকাতে গেলে তাকে ধাওয়া করে সন্ত্রাসীরা। তিনি দৌঁড়ে আবদুল হামিদের বাড়িতে আশ্রয় নিলে, সেখানে গিয়ে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, ছুরিকাঘাতে মশিয়ার রহমানের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা হত্যা করেছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh