মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় গুনাইগাছা ইউনিয়ন ক্রিকেট দল ৬ উইকেটে চাটমোহর পৌরসভা ক্রিকেট দলকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে চাটমোহর পৌরসভা দল। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৪ রান সংগ্রহ করে গুনাইগাছা ইউনিয়ন দল।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় চাটমোহর বালুচর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ মাস্টার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, প্যানেল মেয়র মো. নাজিমুদ্দিন মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র প্রফেসর আবদুল মান্নান, উপজেলা আনসার-ভিডিডি কর্মকর্তা আবদুর রাহমান রানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, উপজেলা কৃষকলীগ নেতা আবদুল মান্নান মোন্নাফ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে পৌরসভা ও ইউনিয়নের মোট ১২টি দল অংশগ্রহণ করছে। আগামী ২৬ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign