পাবনার ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের জেষ্ঠ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
সোমবার ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধনের আয়োজন করে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঈশ্বরদী শহরের স্টেশন রোডে দীর্ঘ মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদের সামনে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল।
বক্তব্য রাখেন, প্রবীণ মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাবেক কমান্ডার আব্দুল খালেক, হাবিবুল ইসলাম হব্বুল, ফজলুল হক বুদু, আজমল হক বিশ্বাস, ফজলুর রহমান ফান্টু, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, আবুল বাসার, সিরাজ উদ্দিন বিশ্বাস, অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ছবি, রেজাউল করিম রাজা, রেজাউল ইসলাম মহিদুল, জহুরুল হক মালিথা, সাইফুজ্জামান পিন্টু, পলাশ মাহমুদ, আব্দুর রহমান মিলন প্রমুখ।
বক্তারা মুক্তিযোদ্ধা সেলিম হত্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign