বোনের বাড়ি ভাইটি যাবে
যাবে কি শূন্য হাতে?
এক জোড়া নারিকেল তাই হাতে নিয়ে
ছোট্ট ভাইটি চলছে বোনের বাড়ি পথে।
বোনটি আমার অধির আগ্রহ নিয়ে
বসে আছে,আসবে ভাইটি বলে।
আসতে না আসতে ভাই,
বোনটি বলা শুরু করে
আব্বা কেমন আছে?মা কি করে?
আদ্যপ্রান্ত হৃদয়ের মালই খুলে।
সমাজে কি করুণ নীতি
বোনেরা যায় বাড়ি ছেড়ে।
হৃদয় থাকে বাবার বাড়ি
অন্য বাড়ি আপন করে!
ভাইটি আমার বড় হলো
বোনটির চুলে পাক ধরেছে।
বাবা-মাও স্বর্গবাসী
যাওয়াও হয় না এমন করে।
ভাই-বোনের এ সম্পর্ক বেঁচে থাকে
যুগের পর যুগ,শতাব্দীর দীর্ঘ পথে।
লেখকঃ সভাপতি, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা, পাবনা জেলা শাখা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign