খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়োনো কার্যক্রম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চাটমোহরের গ্রামাঞ্চলে। একে অপরের দেখাদেখি উৎসাহিত হচ্ছে মানুষকে সাহায্য করতে। এ যেন এক ইতিবাচক ধারা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে কয়েকজন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন স্থানীয় দুই যুবক।
সোলেমান বাগমার সোহেল ও রবিউল ইসলাম সুজন নামের দুই যুবক নিজেদের ব্যক্তিগত অর্থায়নে ৩৩ জন অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। প্রত্যেককে চাল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, আলু এক কেজি ৬শ’ গ্রাম করে দেয়া হয়।
মাঝগ্রাম নতুন ঈদগাহ মোড়ে খাদ্য সামগ্রী বিতরণের আগে উপস্থিত মানুষদের মাঝে করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামুলক বক্তব্য দেন সাংবাদিক শাহীন রহমান।
এ সময় তোরাব আলী তোতা, সোলেমান বাগমার সোহেল, রবিউল ইসলাম সুজন, স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুলের আহবায়ক শাহরিয়ার শিরন, বদর উদ্দিন, মাসুদ রানা, হাফিজুর রহমান, হুমায়ুন আহমেদ সোহাগ, রকিব উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh