চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামের কর্মহীন কিছু মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে গ্রামেরই কয়েকজন তরুণ।
শনিবার বিকেলে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০টি অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মাস্ক ও সাবান।
নিজেদের হাত খরচের টাকা বাচিয়ে ও গ্রাম থেকে ৫/১০ টাকা করে তুলে এই উদ্যোগ নিয়েছে গ্রামেরই ২০ জন তরুণ।
তাদের মধ্যে এই কাজের উদ্যোক্তা সাগর ও হৃদয়। তাদের সাথে সহযোগিতা করে জিয়া, কাউছার, নাইমে, রেজা, রাসেল সহ অনেকে।
এর আগে শুক্রবার পুরো মহেশপুর গ্রামে জীবাণুনাশক ছিটায় এসব তরুণরা।
নিজেদের উদ্যোগে গ্রামের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো তরুণদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh