পাবনার ঈশ্বরদীতে উন্নয়ন মেলা চলাকালে বেলুনের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন আহত হওয়ার ঘটনায় ভূমিমন্ত্রী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
আহত প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলছিল। মেলার পাশে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন এক বিক্রেতা। হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ওই বিক্রেতাসহ অন্তত ৬ শিশু শিক্ষার্থী আহত হয়। এ সময় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।
দূর্ঘটনার খবর পেয়ে দুপুরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।
পরে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক জসিম উদ্দিন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign