ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৫০জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শুক্রবার ভারতজুড়ে পালিত হচ্ছে দশেরা তথা রাবণ বধ। সেই উৎসবে শামিল হয়েছিলেন ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের চৌরা বাজারে হাজারো জনতা।
উৎসুক জনতা যখন দাঁড়িয়ে রাবণ বধ দেখছিল ঠিক সে সময়ই আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হলেন শতাধিক মানুষ। যোধা ফটক নামে ওই এলাকায় এমন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
আহত আরও অনেকে৷ যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক ৷
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন প্রায় এক হাজার মানুষ। এর মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন৷ এমন সময় রাবনের গায়ে লাগানো বাজিগুলিও ফাটতে শুরু করে৷ কিছু রকেট এবং বাজি ছিটকে আসে ভিড়ের দিকে৷
ভয়ে অনেকেই পাশের রেললাইনের উপর উঠে আসেন৷ ঠিক সময় উল্টোদিকে থেকে আসছিল একটি দ্রুতগতির ট্রেন৷ চালক হর্ন দিলেও অনেকেই তা শুনতে পাননি৷ অনেকেই সেসময় ফোনে রাবণ বধের ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন৷ তাই ট্রেন আসার দিকে কারোর খেয়াল ছিল না৷
অনেকেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হন৷ এদিকে, ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh