কোনো ধরনের নতুন করারোপ ছাড়াই পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
এ সময় তিনি জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৮০হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা।
রাজস্ব খাতে সমাপনি স্থিতি দেখানো হয়েছে ২০ লাখ ৬৫ হাজার টাকা।
এবারের বাজেটে উন্নয়নমূলক, স্যানিটেশন, পৌরসভা আলোকিতকরণ, পৌর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ড্রাসবিন স্থাপন,পৌর এলাকার পানি সরবরাহ এবং মাদকমুক্ত পৌরসভা গঠনসহ জনক্যালাণ মূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আব্দুর রহিম ও কাউন্সিলর রফিকুল ইসলাম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh