পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমীর আজগর আলী প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজগর আলী প্রামানিক ওই মহল্লার মৃত এলাহী বক্স প্রামানিকের ছেলে।
ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গত ১৭ অক্টোবর বুধবার দুর্গাপূজা উপলক্ষে আজগর আলী বেশ কয়েকজন শিবির নেতাকর্মীদের নিয়ে নাশকতার উদ্দেশ্যে তার বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এসময় অভিযান চালিয়ে ৩ শিবির নেতাকর্মীকে তাজা ককটেলসহ গ্রেফতার হয়। তবে আজগর আলী পালিয়ে যান। পরে আজগর আলীসহ আটকৃতদের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে আজগর আলীকে গ্রেফতার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign