ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে ভাঙ্গুড়া পৌর শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এরআগে একটি প্রতিবাদ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভবেশ চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় কুমার দে’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী সঙ্গীত পাল, তরুন কুমার, পরেশ চন্দ্র, সাংবাদিক বিকাশ কুমার চন্দ, দুলাল কুমার দাস, টুম্পা রায় প্রমুখ।
এ সময় শতাধিক হিন্দু ধর্মালম্বী মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা রাফি হত্যায় জড়িতদের দ্রুত বিচার শেষ করে ফাঁসির দাবি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh