যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়াতেও হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
মন্দিরের পুরোহিত প্রদীপ কুমার গোস্বামী পূজায় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
এ দিন উৎসবমুখর পরিবেশে ঘট স্থাপন, পূজাযজ্ঞ অনুষ্ঠানের পর সকলের মাঝে প্রসাদ বিতরণ করেন তিনি।
এ সময় অন্যান্যের মাঝে কেন্দ্রীয় মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল, কমিটির সাধারণ সম্পাদক দুলাল কুমার দাস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মুকুল কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক অশীম কুমার দাস, নির্মল কুমার রায়, আনন্দ কুমার গোস্বামী, বাবলু কুন্ডু, অলোক কুমার চাকি, বাবু পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh