পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাতনামা যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৮ জুন) সকাল আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকায় বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, মৃত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর। পড়নে প্রিন্টের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। কয়েকদিন আগে কোনো কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়না তদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign