পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে ।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামের ওয়াবদার বাঁধ সংলগ্ন দুই শতক দালিলিক সম্পত্তির সাথে ৮ শতক পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে স্থানীয় শহিদুল ও জসিম পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
রোববার সকালে শহিদুল পক্ষের লোকজন ওই জায়গায় ঘর তুলতে গেলে জসিমের লোকজন বাধা দিলে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৪ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, বিশাকোল গ্রামের হাবিব (৪০), মঞ্জিল (৫০), আবজাল (৫৫),অসিম (৩৫), লোকমান (৫৫), ছবুরা (৩৫), পাছু (৩৪) হাবিবুর (৫২), আজম (৩৮), রুবিয়া (৩১), সুফিয়া (৪০) রুহুল (৩০), আলতাব (২৫) মোতালেব (৪৫)।
ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষই থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh