পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে মিম নামের (৫) এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈ-ডাঙ্গা কবর স্থানের পাশে রেল লাইনের পাশে এ দূর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় শিশুটির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল শিশু মিম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কৈ-ডাঙ্গা অতিক্রম করার সে লাইন পার হওয়ার চেষ্টা করলে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। পরে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি পুলিশের কর্মকর্তা মো. সাহাবুদ্দীন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign