পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন হেলিপ্যাড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও চেক শার্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শরৎনগর থেকে বড়ালব্রীজ স্টেশনের দিকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন এবং রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh