পাবনার ভাঙ্গুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে পৌর সদরে ঐতিহাসিক বড়ালব্রীজ খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মাহফুজা সুলতানা, ওসি শেখ শাহীন কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, জেলা পরিষদ সদস্য আসলাম আলী ও গুলশাহানারা পারভীন লিপি, অধ্যক্ষ সাইদুল ইসলাম, ভাঙ্গুড়া ইউনিয়ন চেয়ারম্যান বেলাল হোসেন খান, খানমরিচ ইউনিয়ন চেয়ারম্যান আছাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ভাঙ্গুড়া ইউনিয়ন একাদশ ৫-১ গোলে খানমরিচ ইউনিয়ন একাদশকে পরাজিত করে জয়ী হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh