পাবনার ভাঙ্গুড়ায় এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তার বাম হাত ও বাম পায়ের গুরুত্বর জখম হয়েছে।
আহত বেলাল হোসেন (৬২) উপজেলার দিলপাশার ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি। তিনি ওই গ্রামের মৃত ফয়েজ প্রামানিকের ছেলে।
শনিবার সকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে তরুন সংঘ খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পবিবার সূত্রে জানা গেছে, সকালে বেলাল হোসেন বেতুয়ান বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় বেতুয়ান গ্রামের তরুন সংঘ খেলার মাঠে এলে একই গ্রামের আব্দুস সালামের নেতৃত্বে ৪/৫জন অতর্কিত তার উপর হামলা করে এবং লোহার রড দিয়ে এলোপাথারি ভাবে পিটিয়ে আহত করে।
এ সময় তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে তার আত্মীয় স্বজন ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign