আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শরৎনগর বাজার ভূমি অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল কালু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সহ সভাপতি আলহাজ্ব ফজলুল রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, গোলাম হাফিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, সাবেক পৌর মেয়র আলহাজ্ব ওসমান গণি, পাবনা জেলা পরিষদের সদস্য আসলাম আলী, মহিলা সদস্য গুলশাহানারা পারভীন লিপি, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিলসহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার নির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপিত ইমরান হাসান আরিফের সঞ্চালনায় দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী। এর আগে বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ র্যালী নিয়ে সভায় যোগ দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign