পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তার মুন্সি (৬৫) নামে এক শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়।
আটক আব্দুস সাত্তার উপজেলার সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত চাচের মোল্লার ছেলে।
র্যাব-১২ পাবনার স্কোয়াড কমান্ডার কিশোর রায় জানান, আব্দুস সাত্তার মুন্সি বেশ কিছুদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য কেনাবেচা করেন। সম্প্রতি তার কাছে গাঁজার একটি বড় চালান আসছে বলে জানতে পারে র্যাব সদস্যরা। এর প্রেক্ষিতে সকাল সাড়ে দশটার দিকে র্যাব-১২ পাবনার সদস্যরা তার বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়ি থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, আব্দুস সাত্তার মুন্সি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করেন। কিন্তু তিনি অতি ধূর্ত হওয়ার কারণে স্থানীয় প্রশাসনের হাতে কখনো আটক হননি। অবশেষে র্যাব সদস্যরা এসে তাকে আটক করতে সক্ষম হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh