মঙ্গলবার (০২ জুলাই) পাবনার সাঁথিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী “মুজিববর্ষ” পালন উপলক্ষে মুজিব আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিয়ে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে বঙ্গবন্ধু কাঙ্খিত সোনার বাংলা গড়ে তুলতে হবে। এজন্য ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দেশের মানুষের কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে।
কবির মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” কর্মসুচি বাস্তবায়নে প্রথম বছর পাবনা জেলায় ৯টি উপজেলায় ৯টি গ্রামকে এই কর্মসুচির আওতায় আনা হবে। জলবায়ু ও পরিবেশ রক্ষায় নদীকে দখলমুক্ত করতে হবে এবং বজ্রপাত থেকে জনসাধারনকে রক্ষা করতে কমপক্ষে ১লাখ তাল গাছ রোপন করতে হবে।
তিনি বলেন, মেয়ে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিটি বিদ্যালয়ে আলাদা টয়লেট ও “পিরিয়ড সামগ্রীর” ব্যবস্থা রাখতে হবে।
এদিন বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) শাহেদ পারভেজ।
বক্তব্য দেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক খান।
মুক্ত আলোচনায় অংশ নেন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh