বেনসন সিগারেটের নতুন প্যাকেটের ভেতর ছেঁড়া কাগজ, পথিলিন ও ছোট ছোট পাথরের টুকরো পাওয়া গেছে। রোববার পাবনার চাটমোহর পৌর শহরের নতুন বাজার এলাকার হারান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নতুন প্যাকেট খুলেই হতভম্ব দোকনদার। পরে বিষয়টি নিয়ে পরিবেশক কোম্পানীর বিক্রয় প্রতিনিধির সাথে দুই ব্যবসায়ীর উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
ভুক্তভোগী দুই ব্যবসায়ী হলেন, পৌর শহরের হারান মোড় এলাকার চা-সিগারেট বিক্রেতা হারুনুর রশিদ হারান এবং একই এলাকার আকিব স্টোরের মালিক আলাউদ্দিন আহমেদ। তবে পরিবেশক কোম্পানী সংশ্লিষ্টরা বলছেন এটি প্রতারক চক্রের কাজ।
ভুক্তভোগী দুই ব্যবসায়ী জানান, গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বৃটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানী লিমিটেডের স্থানীয় পরিবেশক ড্যাফোডিলের বিক্রয় প্রতিনিধি ফরিদুল ইসলামের কাছ থেকে বেশ কয়েক প্যাকেট বেনসন সিগারেট কেনেন।
পরে সিগারেট বিক্রির সময় হারুনুর রশিদ প্যাকেট খুলে দেখেন দুই প্যাকেটের মধ্যেই ছেঁড়া কাগজ, পথিলিন ও ছোট ছোট পাথরের টুকরো।
একই অবস্থা ব্যবসায়ী আলাউদ্দিন আহমেদেরও। তিনি তিনটি প্যাকেট খোলার পর ছেঁড়া কাগজ, পথিলিন ও ছোট ছোট পাথরের টুকরো পান। সিগারেটের প্যাকেটগুলো র্যাপিং দিয়ে মোড়ানো ছিল।
এরপর রোববার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিবেশকের বিক্রয় প্রতিনিধি ফরিদুল ওই দুই দোকানে সিগারেট সরবরাহ করতে গেলে তারা অভিযোগ দেন। বিক্রয় প্রতিনিধি ফরিদুল অভিযোগের ব্যাপারে কোন গুরুত্ব না দেওয়ায় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে বৃটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানী লিমিটেডের স্থানীয় পরিবেশক ড্যাফোডিলের চাটমোহর শাখার ম্যানেজার মো. ফারুক জাহাঙ্গীর জানান, ‘আমাদের কাছ থেকে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। এটি একটি অসাধু প্রতারক চক্রের কাজ। আমাদের সরবরাহ করা প্যাকেটের সাথে ওই প্যাকেটগুলোর মিল নেই। এ ব্যাপারে দোকানদারদের সচেতন হতে হবে। বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন বলেন, ঘটনার খবর পেয়ে দুই দোকানে গিয়েছিলাম। পরিবেশকের লোকজনের সাথে কথা বলেছি। এর আগেও বেশ কিছু দোকানে এমনটা হয়েছে। এর সঙ্গে কোন অসাধু লোক জড়িত থাকতে পারে। ব্যবসায়ীরা প্রতারিত হবে এটা কোন ভাবেই কাম্য নয়।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh