এবার সড়ক দুর্ঘটনায় নরসিংদীর বেলাবোতে প্রাণ গেলো ৮ জনের। এতে আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাস-লেগুনা সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লেগুনার যাত্রী। প্রাথমিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, রাত সাড়ে ৮টার দিকে ভৈরব থেকে ঢাকার মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছেন।
আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে । ফাঁকা রাস্তায় বাসের বেপরোয়া গতিকে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে মনে করছেন ওসি জাবেদ।
খোঁজখবর/এসআর
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign