বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রোববার (১৪ এপ্রিল) পাবনার চাটমোহরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় গ্রামীণ সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) ফজল ই খুদা পলাশ প্রমুখ।
অপরদিকে, সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ উদযাপন করেছে চাটমোহর প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি মাদ্রাসা ছাত্রী নুসরাতকে হত্যার প্রতিবাদে শোক জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সদস্যদের মাঝে মাটির তাবাকে ডাল ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত পরিবেশন করা হয়। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh