পাবনার চাটমোহরে সরকারি নির্দেশ উপেক্ষা করে হাট বসানোর অভিযোগে ইজারদারকে জরিমানা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম।
সোমবার সকালে তিনি উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা হাটে এ অভিযান পরিচালনা করেন। এর আগে রোববার একই অপরাধে অমৃতকুন্ডা হাটের ইজারদার (আংশিক) মহরম মল্লিককে জরিমানা করেন এসিল্যান্ড।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ার পর উপজেলাকে লকডাউন ঘোষণা করে হাট বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু মহেলা হাট বসানোর খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে হাট ভেঙ্গে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এরপর হাট ইজারাদার আবদুল জব্বারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন হাট ইজারদার এবং প্রশাসন নির্দেশ না দেয়া পর্যন্ত হাট বসাবেন না মর্মে মুচলেকা দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh