ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে গরুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-ঠিকানা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে। তাদের নামা-পরিচায় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সার্জেন্ট মাহাবুব আলম বলেন, ‘ভোর ৪টার দিকে গরুবাহী ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
খোঁজখবর/সম্পাদনা: এস আর
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |
আইটি সাপোর্ট ও ম্যানেজমেন্টঃ Creators IT Bangladesh
ডিজাইন ও ডেভেলপমেন্টঃ WebNewsDesign